নানা কারণে সারাদেশে আলোচিত সমালোচিত সংসদ সদস্য শামীম ওসমানকে এবার হত্যার হুমকি দেয়েছে বলে দাবী করেছেন খোদ শামীম ওসমান নিজেই। ফোনে হত্যার হুমকি পেয়েছেন বলে দাবি করে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, “অপরিচিত নম্বর থেকে কল করে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে । কল করে বলে, ‘তোর মৃত্যুর সময় এসে গেছে।’
সোমবার (২০ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটি এলাকায় শান্তি মিছিলে দেওয়া বক্তব্যে এই দাবি করেন আওয়ামী লীগের এ নেতা।
শামীম ওসমান বলেন, ‘গতকাল আমার মোবাইল ফোনে অপরিচিত নম্বর থেকে ফোন করে হত্যার হুমকি দেয়া হয়েছে ।
তিনি আরও বলেন, ’৭৫ এর পর আমরা যারা রাজনীতিতে এসেছি, তারা মৃত্যুর ভয় করি না। বিশ্বের সব রাষ্ট্রকে বলতে চাই, যারা আমাদের হুমকি-ধমকি দেয়, বাংলাদেশ ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে, কারও করুণায় নয়।
এ সময় এ সংসদ সদস্য প্রশ্ন করেন, তাদের (হুমকিদাতা) বলব, কাদের ভয় দেখান ? আমাদের পূর্ব পুরুষেরা লড়াই করে এ দেশে স্বাধীনতা এনে দিয়েছে । আমরা মৃত্যুকে ভয় করি না। মৃত্যুর ভয় তাদের দেখাবেন, যারা অসৎ পথে চলেন, ওই তারেক জিয়াকে।
শামীম ওসমান বলেন, তারেক জিয়া লন্ডনে বসে হুমকি দেন। বাচ্চা-বাচ্চা ছেলেগুলোর ভবিষ্যৎ নষ্ট করছে। ২০০১ সালে তারা ক্ষমতায় এসে আমাদের বহু নেতাকর্মীকে হত্যা করেছে। আমার বাপ-দাদার বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছিল। আমরা প্রতিশোধ নিইনি। আল্লাহর কাছে বিচার দিয়েছি। সে জন্যই শেখ হাসিনা এত দিন দেশের ক্ষমতায়। এমপি-মন্ত্রী হওয়ার জন্য রাজনীতি করতে আসি নাই। বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড় করাতে রাজনীতিতে এসেছি।
Discussion about this post