শামীম ওসমান ও আইভীর রাজনৈতিক বিরোধীতা নারায়ণগঞ্জসহ দেশের মানুষ খুব ভালো করেই জানেন। বংশ পরম্পরায় রাজনৈতিক বিরোধের জের ধরে চলা নারায়ণগঞ্জের রাজনীতিতে ওসমান পরিবার ও চুনকা পরিবার যেন আওয়ামীলীগের কট্টর সমর্থক। সেই আওয়ামীলীগের শুরু থেকে চলা রাজনৈতিক দ্বন্ধ যেন আজো চলমান রয়েছে । স্বাধীনতার পরে এই দ্বন্ধ যেন আরো প্রকট আকার ধারণ করেই চলছে নারায়ণগঞ্জের আওয়ামীলীগের রাজনীতি । সেই ধারাবাহিকতার ব্যত্যয় ঘটিয়ে সংসদ সদ্য শামীম ওসমান এবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ভবনে উপস্থিত হয়ে নগরবাসীকে চমকে দিয়েছেন । বসেছেন আইভীর সাথে । বলেছেন কথা । যা নগরবাসীকে হতবাক করেছে । রাজনীতিতে এই চমক যেন নেতাকর্মীদের মাঝে চাঞ্চল্যের সৃস্টি করেছে।
মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে ভিডিও কনফারেন্সে সিটি করপোরেশনের ১০টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠান হয়। প্রকল্পগুলোর উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগর ভবন, শেখ রাসেল পার্ক, বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত পাইকপাড়া মিউচুয়েল ক্লাব, বাবুরাইল খাল পুনঃখনন ও সৌন্দর্যবর্ধন, সিদ্ধিরগঞ্জ খাল পুনঃখনন ও সৌন্দর্যবর্ধন, পাক-পাঞ্জাতন সিটি জামে মসজিদ, আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তন, কলরব কিন্ডারগার্টেন স্কুল, সিটি ওয়েলফেয়ার মাঠ, সােনাকান্দা মাঠসহ মোট ১০টি প্রকল্প উদ্বোধন করেন ।
এই অনুষ্ঠানের পর শামীম ওসমান আসেন মেয়র আইভীর কক্ষে। বসেন এক সাথে এরপর শামীম ওসমান নিজেই মেয়র আইভীকে উদ্দেশ্য করে বলেন, ‘বোন চলি।’ এসময় আইভি বলেন, ‘একটু বসেন, পরে যান।’ পরে শামীম ওসমান জানান, ‘পঞ্চবটীতে মুন্সিগঞ্জের এমপি বসে আছেন সেখানে যেতে হবে।’ পরে তিনি বিদায় নিয়ে বেরিয়ে যান এবং আইভিও তাকে হাসিমুখে এগিয়ে দেন।
এমন সৌহার্দ্যপূর্ণ অবস্থানের কারনে নারায়ণগঞ্জের রাজনীতিকত বইছে সুবাতাস।
এমন ঘটনায় মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জি এম আরাফাত বলেন, ‘জাতীয় নির্বাচন সামনে রেখে দল ঐক্যবদ্ধভাবে পরিচালনা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সে কারণেই অতীতের বিরোধ সামনে না এনে দলীয় স্বার্থে সবাই একত্র হয়েছেন। তারই উদাহরণ হিসেবে মেয়র আইভীর দাওয়াতে এমপি শামীম ওসমানকে নগর ভবনের অনুষ্ঠানে দেখতে পেয়েছেন নেতা-কর্মীরা।’
জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আল বলেন, ‘নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১০ প্রকল্প উদ্বোধন হয়েছে আজ। এই অনুষ্ঠানে যুক্ত হতে মেয়রের দাওয়াতে শামীম ওসমানসহ চারজন এমপি চলে এসেছেন নগর ভবনে। এটা নিঃসন্দেহে আমাদের জন্য আনন্দের সংবাদ। আমরা দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের জনপ্রতিনিধিদের মধ্যে আন্তরিকতা দেখার অপেক্ষায় ছিলাম। প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের কল্যাণে তাঁদের একত্রে দেখার সুযোগ হয়েছে আমাদের। এর ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে, সেই প্রত্যাশা রাখি।’
Discussion about this post