সিদ্ধিরগঞ্জের ঢাকেশ্বরী বাসস্ট্যান্ড এলাকায় নাফ পরিবহনের একটি মিনিবাসে আগুন দেয়ার অভিযোগে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মুহাম্মদ গিয়াস উদ্দিনকে প্রধান আসামি করে বিএনপির ৯৩ জন নেতাকর্মীর নাম উল্লেখ মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (১৩ নভেম্বর) দিনগত রাতে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রিন্টু কুমার বাদী হয়ে নাশকতার অভিযোগে এ মামলাটি দায়ের করেন।
মামলার বাকী আসামিরা হলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সভাপতি মাজেদুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাহুল আমিন সিকদারসহ বিএনপির ৯৩ জন নেতাকর্মী।
মামলায় উল্লেখ করা হয়, গত ১২ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ২নং ঢাকেশ্বরী গোদনাইল বাসস্ট্যান্ড এলাকায় নাশকতার উদ্দেশ্যে নাফ পরিবহনের একটি মিনিবাসে আগুন ধরিয়ে দেয়া হয়।
Discussion about this post