“বাহ কি চমৎকার ! রাজনীতিতে শেষ বলে কোন কথা নাই । রাজনৈতিক সফলতা পেতে কত ই বা নাটক মঞ্চায়িত হয় তার সঠিক খবর কে রাখে ! এবার নিজ দলের নেতাদের টপকে ফেলে রাজনৈতিক সঙ্গে সফলতা পেতে এবং কেন্দ্রীয় ও শীর্ষ নেতাদের নজরে আসতে নতুন নাটক মঞ্চায়ন করলো বিএনপি নেতা রবি আর সিদ্ধিরগঞ্জ থানার একজন কুখ্যাত অর্থলোভী কর্মকর্তা। যাদের অর্থনৈতিক চুক্তির ফলশ্রুতিতে গ্রেফতার হলো রবিপুত্র প্রীতম । অত্যান্ত গোপনীয়তার সাথে বিএনপি নেতা রবি এবং শাসক দলের মধ্যম সারির এক নেতার মধ্যস্থতায় সাবেক এমপি গিয়াস ও রার পুত্রকে বিএনপির রাজনীতিতে পিছনে ফেলতে গভীর চক্রান্তের অংশ হিসেবে গ্রেফতার ও আদালতে পাঠানোর নাটক মঞ্চায়িত হলো । যা দেখে শুনেও কিছু বলতে পারিনা চাকরীর খাতিরে ।”
এভাবেই এমন ক্ষোভ জানিয়ে নিজের পরিচয় যাতে গণমাধ্যমে প্রকাশিত না হয় সে জন্য বিশেষ বিশেষ অনুরোধ করেন এই কর্মকর্তা ।
জানা যায়, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মনিরুল ইসলাম রবির ছোট ছেলে প্রীতমকে (২০) বিস্ফোরক আইন মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে গ্রেফতার প্রীতমকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়।
এরআগে বুধবার (৭ ডিসেম্বর) দিনগত রাত ২টার দিকে সিদ্ধিরগঞ্জের হীরাঝিল আবাসিক এলাকার প্রিয়ম টাওয়ারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান মানিক বিষয়টি নিশ্চিত করেছেন।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মনিরুল ইসলাম রবি গণমাধ্যমে বলেন, ‘রাতে হঠাৎ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শতাধিক সদস্য আমার বাড়ি ঘিরে ফেলে। এসময় তারা বাসার ভেতরে ঢুকে আমাকে খুঁজতে শুরু করে। বাসায় আমাকে না পেয়ে আমার ছোট ছেলে প্রীতমকে ধরে নিয়ে যায়। এসময় তারা পরিবারের সদস্যদের সঙ্গে বাজে ব্যবহার ও বাড়িঘর ভাঙচুর করে।’
মনিরুল ইসলাম রবির স্ত্রী নিলুফার ইয়াসমিন বলেন, ‘রাতে শতাধিক পুলিশ বাসায় এসে আমার ছোট ছেলেকে টেনেহিঁচড়ে নিয়ে গেছে। আমার ছেলে কোনো রাজনীতির সঙ্গে যুক্ত না। তাহলে কেন পুলিশ আমার ছেলেকে ধরে নিয়ে গেলো?’
জানতে চাইলে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান জানান, গত ৩০ নভেম্বর সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা হয়।ওই মামলার সন্দেহভাজন আসামি হিসেবে বিএনপি নেতা মনিরুল ইসলাম রবির ছোট ছেলেকে গ্রেফতার দেখানো হয়েছে। দুপুরে তাকে নারায়ণগঞ্জ আদালত পাঠানো হয়েছে।
Discussion about this post